মাদ্রাসা থেকে রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে পালানোর চেষ্টা, অতঃপর...

উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্র
উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্র  © টিডিসি সম্পাদিত

চাঁদপুরের হাজীগঞ্জে মাদ্রাসা থেকে পালাতে গিয়ে আট বছর বয়সী এক শিশু এসির ক্যারিয়ারে আটকে পড়ে। রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার সহায়তার অনুরোধের পর ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছে।

৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, হাজীগঞ্জের আলীগঞ্জ আল ইহসান মাদ্রাসার হিফজ বিভাগের ওই ছাত্র মাদ্রাসা থেকে পাঁচতলার রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে বের হয়ে পালানোর চেষ্টা করে। তবে নামতে গিয়ে এসির ক্যারিয়ারে আটকে পড়ে সে। এ তথ্য জানিয়ে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান। 

তিনি আরও বলেন, তার কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল শারমিন। তিনি তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়।   


সর্বশেষ সংবাদ