ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির পরিস্থিতি

খাগড়াছড়ির একটি ব্যস্ত এলাকায়
খাগড়াছড়ির একটি ব্যস্ত এলাকায়  © সংগৃহীত

টানা কয়েকদিনের উত্তেজনা ও সহিংসতা পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির পরিস্থিতি। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় প্রাণচাঞ্চল্যের চিত্র ধরা পড়ে। দোকানপাট খুলতে শুরু করেছে, হাট-বাজারে মানুষের উপস্থিতি বেড়েছে, রাস্তায় ছেড়ে যাচ্ছে যানবাহন। দুপুরের পর থেকে জেলার প্রধান সড়কগুলোতে ধীরে ধীরে বাড়তে থাকে যানবাহনের চাপ।

গত কয়েকদিনের টানটান পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে যে ভয় ও উৎকণ্ঠা কাজ করছিল, তা কাটতে শুরু করেছে। তবে এখনো পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেননি স্থানীয়রা। জেলার সদর, পৌর এলাকা ও গুইমারা উপজেলায় এখনো বলবৎ রয়েছে ১৪৪ ধারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ধাপে ধাপে এ ধারা প্রত্যাহার করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টহল অব্যাহত আছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে চলছে কড়াকড়ি তল্লাশি। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

অন্যদিকে, সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ ও বিজিবির কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধীদের ছাড় দেওয়া হবে না, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, কয়েকদিনের অচলাবস্থার পর আবারও হাট-বাজার সচল হওয়ায় স্বস্তি ফিরছে। তবে ১৪৪ ধারা ও তল্লাশির কারণে এখনো স্বাভাবিক চলাচলে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোই এখন তাদের প্রধান লক্ষ্য।


সর্বশেষ সংবাদ