শরতের কাশফুলে মুগ্ধ দর্শনার্থীরা
- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ PM
সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই এখন ভেসে ওঠে কাশফুলের ছবি আর ভিডিও। শরতের আগমনী বার্তায় প্রকৃতির এ সৌন্দর্য যেন ট্রেন্ডে পরিণত হয়েছে। সেই ট্রেন্ডে গা ভাসাতে ছুটছেন দর্শনার্থীরা। এমনই দৃশ্য ধরা পড়ল মিরসরাই সমুদ্রতীর জুড়ে।
মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিস্তীর্ণ সমুদ্রতীরে সাদা কাশফুলের দোলা দেখতে প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। বসুন্ধরা, সুইচগেটসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় এখন শুধু কাশফুল আর দর্শনার্থীর মিলনমেলা। বিকালবেলা পরিবার-পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে আসছেন অনেকে। কেউ তুলছেন ছবি, কেউবা ভিডিও করে রাখছেন স্মৃতির খাতায়।
দর্শনার্থী আজিজ আজহার বলেন, ‘শরতের এ কাশফুল প্রকৃতিকে ভিন্ন সৌন্দর্যে সাজিয়ে তোলে। তাই সেটি উপভোগ করতেই এখানে এসেছি।’
আরেক দর্শনার্থী শহিদুল ইসলাম বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় সবাইকে কাশফুলের সঙ্গে ছবি তুলতে দেখেছি। আমরাও সেই ট্রেন্ডে গা ভাসাতে এসেছি।’
উপজেলার করেরহাট, জোরারগঞ্জ, দুর্গাপুর, বড়তাকিয়া, হাদিফকিরহাটসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানেও শরতের সাদা কাশফুলে ছড়াচ্ছে অন্যরকম মোহ।