প্রতীকী ছবি © সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জেলের নাম মো. আরিফ (২২)। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আরিফ সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় নৌকা থেকে পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ফুলতলী সী-বিচের কিনারায় ভেসে আসা একটি লাশ দেখতে পান স্থানীয়রা। কাছ থেকে দেখে তারা নিশ্চিত হন এটি নিখোঁজ আরিফেরই লাশ।
স্থানীয় বাসিন্দা মো. আবু ছৈয়দ জানান, ‘আমরা সৈকতের ধারে একটি লাশ পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি নিখোঁজ হওয়া আরিফের লাশ। পরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।’
আরও পড়ুন: বাণিজ্যিক বন্দরে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২৫ লাখ
ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। স্থানীয়রাও নিশ্চিত করেছেন এটি নিখোঁজ জেলেই। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।