টঙ্গীতে দুই ফায়ার ফাইটারের মৃত্যুতে এখনো মামলা হয়নি
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ PM
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুই দিন পার হলেও এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটক বা গ্রেপ্তারও করেনি পুলিশ। ইতোমধ্যে দগ্ধ হয়ে মারা গেছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান ফায়ার ফাইটার নুরুল হুদা (৩৮)। এর আগে একই হাসপাতালে মারা যান আরেক ফায়ার ফাইটার শামীম আহমেদ। দুই সহকর্মীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশজুড়ে, বিশেষ করে ফায়ার সার্ভিসের সহকর্মীদের মধ্যে।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভানোর সময় রাসায়নিক বিস্ফোরণে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য দগ্ধ হন। পরে তাদের দ্রুত ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল এখনো ফায়ার সার্ভিস ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বুধবারও (২৪ সেপ্টেম্বর) নির্ধারিত ১০০ গজের মধ্যে কাউকে যেতে দেওয়া হয়নি।
দুর্ঘটনার পর টঙ্গীর আশপাশে যেসব এলাকায় রাসায়নিকের দোকান ও গুদাম রয়েছে, সেখানে আতঙ্ক বিরাজ করছে। টঙ্গীর সমবায় কমপ্লেক্সে শতাধিক রাসায়নিকের দোকান দুর্ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দোকানিরা গোপনে দাহ্য ও অবৈধ রাসায়নিক সরিয়ে নিচ্ছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ মামুন বলেন, এ ধরনের গুদামগুলোতে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও ঝুঁকি ছিল। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা বহুবার সতর্ক করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। আমরা অতিদ্রুত আইনগত ব্যবস্থা নিব।
এদিকে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান মামলা প্রসঙ্গে জানান, ‘ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে কারখানার মালিকদের খুঁজে পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।‘