টঙ্গীতে দেয়ালধসে শ্রমিক নিহত, হাসপাতালে চিকিৎসাধীন ৪

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ PM
নিহত শ্রমিকের মরদেহ

নিহত শ্রমিকের মরদেহ © টিডিসি

গাজীপুরের টঙ্গীর খৈরতুল মধ্যে পাড়া এলাকার বড় মসজিদসংলগ্ন ইটভাঙার কাজে ব্যস্ত শ্রমিকদের ওপর হঠাৎই ধসে পড়ে একটি দেয়াল। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাবুল মিয়া নামের এক শ্রমিক। এ সময় গুরুতর আহত হন আরও চারজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শ্রমিকরা কাজ করছিলেন। কিন্তু কোনো প্রকার সতর্কতা বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ওই দেওয়ালের পাশে কাজ চলছিল। হঠাৎই দেওয়ালটি ধসে পড়ে শ্রমিকদের ওপর।

আহত ব্যক্তিদের মধ্যে শুক্কুর আলী (৩৯) নরসিংদী জেলার মাধবদী থানার মৃত শহীদ মিয়ার ছেলে। তিনি প্রায় এক দশক ধরে ইটভাঙার মেশিনে কাজ করছেন। বর্তমানে তিনি টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও দুই শ্রমিক ইসমাইল (৪০) ও ইমরান (২৫)। ইসমাইল নরসিংদীর রায়পুরা থানার মৃত আব্দুল হাশেমের ছেলে এবং ইমরান একই উপজেলার চুন্নু মিয়ার ছেলে।
 
অপর দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ফারুক মিয়াকে (৪০)। তিনি নরসিংদী সদরের আলকবালী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
 
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান টঙ্গী পশ্চিম থানার এসআই মনোহর আলী। তিনি বলেন, কাজ চলমান অবস্থায় হঠাৎ দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

৪৭ আসন ভাগ হবে কীভাবে জানালেন ১০ দলীয় জোটের নেতারা
  • ১৮ জানুয়ারি ২০২৬
চ্যারিটি কনসার্টে ‘সিগারেট বিতরণ’ নিয়ে বিতর্ক, দুঃখ প্রকাশ …
  • ১৮ জানুয়ারি ২০২৬
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ১৮ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকার অবস্থান কত?
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিএনপির ‘ত্যাগী কর্মী’ দাবি করায় সভায় হট্টগোল, ফেরার পথে পি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা চালুর দিকে যাচ্ছে ইরান
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9