শিক্ষা ও প্রশিক্ষণে ইসলামি শিক্ষা অন্তর্ভুক্তির দাবিতে যশোরে মানববন্ধন

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ PM
যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন

যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন © টিডিসি

শিক্ষা ও প্রশিক্ষণে ইসলামি শিক্ষা অন্তর্ভুক্তির দাবি যশোরে ইসলামিক স্টাডিজ ফোরাম মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম যশোর জেলা শাখা আয়োজনে ফোরামের জয়েন্ট কনভেনার মারুফুর রহমান শেখের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সব স্তরের শিক্ষা ব্যবস্থায় ইসলাম ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। দেশের মানুষ নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছে। সমাজে ধর্ষণ, খুন, সন্ত্রাস, মাদকাসক্তিসহ নানা অপরাধ বাড়ছে। এর কারণ হচ্ছে, শিক্ষাব্যবস্থায় নৈতিকতার অভাব।  বর্তমান সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে হলে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা জরুরি।

>> মানববন্ধনে উত্থাপিত প্রধান দাবিগুলো প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার প্রতিটি স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা।
>> সব কোর্সে অন্তর্ভুক্তিকরণ র‍্যাক পাইলট কোর্স, ব্র্যাক স্কুল ও ব্ল্যাকপন্থী অন্যান্য সকল বিদ্যালয়, সেইসাথে ব্যবসা, মেডিকেল ও প্রকৌশল বিষয়ক সকল কোর্স ও ডিসিপ্লিনে ১০০ নম্বরের একটি বিষয় হিসেবে ইসলাম ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা। দেশের সব স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয় ও বিভাগ চালু করা। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও পৃথকভাবে ১'শ নম্বরের ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রশিক্ষণ, ইন-সার্ভিস প্রশিক্ষণ এবং সামরিক, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সকল প্রশিক্ষণ কেন্দ্রে ১'শ নম্বরের ইসলাম ও নৈতিক শিক্ষা প্রবর্তন করা।
>> মক্তবে আরবি শিক্ষা মসজিদভিত্তিক মক্তবগুলোতে ইসলামিক স্টাডিজের আওতায় আরবি ভাষা শিক্ষা অন্তর্ভুক্ত করে বাধ্যতামূলকভাবে প্রবর্তন করা। 

মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর  দেলোয়ার হোসেন মোল্লা, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান, সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদ, আতিকুর রহমান প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকরা।

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালিতে বিএনপির ৩ কমিটি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9