ফুলবাড়ীয়ায় ভিডব্লিউবি কার্ডের চুড়ান্ত তালিকায় বিত্তবানদের নাম, তদন্তে মিলেছে সত্যতা

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ PM
ফুলবাড়িয়া

ফুলবাড়িয়া © সংগৃহীত

দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি সহায়তা হিসেবে ভিডব্লিউবি প্রকল্পের আওতায় বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত হওয়ার ঘটনায় দুটি তদন্ত টিম গঠন করেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসন। দুই দফা তদন্তে সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসনের তদন্ত কর্মকর্তারা।

জানা যায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন পারভিন তার অফিসের দুই কর্মকর্তা দিয়ে প্রথম দফা তদন্ত করান। যাতে বিত্তবান, দুটি পাকা বাড়ির মালিকসহ এক দুস্থ মহিলাকে টাকার বিনিময়ে ভিডব্লিউবি কার্ড দিয়েছে তদন্তে এমন কিছু বেড়িয়ে এসেছে। নাছরিন পারভিন জানান, তালিকায় বিত্তবান ও টাকার বিনিময়ে নাম উঠানোর বিষয়ে প্রমান পাওয়র পর তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দেয়া হয়েছে।

এদিকে মহিলা বিষয়ক কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম উপজেলা কৃষি অফিসার নুর মোহাম্মদকে প্রধান করে ২ সেপ্টেম্বর ৩ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করে তদন্তের দায়িত্ব দিয়েছেন। ৩ কার্য দিবসের মধ্যে তাদের তদন্তের প্রতিবেদন দাখিলের কথা বলেছেন। তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটির প্রধান কৃষিবিদ নুর মোহাম্মদ বলেন, আমাদের তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। পুটিজানা ইউনিয়ন এবং রাঙ্গামাটিয়া ইউনিয়নে তদন্তে বিত্তবান দুই পাকা বাড়িয়ালার স্ত্রীর নামে ভিডব্লিউবি কার্ডের তালিকায় নাম পাওয়াগেছে।  আমাদের তদন্ত টিমের ৩ সদস্যের মধ্যে একজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশিক্ষনে থাকায় তদন্ত রিপোর্ট এখনো ইউএনও স্যারের কাছে জমা দেয়া হয়নি।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোহামদ  আরিফুল ইসলাম জানান, মহিলা বিষয়ক কর্মকর্তার তদন্ত রিপোর্ট পেয়েছি। এছাড়াও দ্বিতীয় দফায় দেয়া ৩ কর্মকর্তার তদন্তের রিপোর্ট এখনো হাতে পাইনি। এ রিপোর্ট হাতে পেলে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ভিডব্লিউবি কার্ডের জন্য অনেক দরিদ্র, হতদরিদ্র মহিলা আবেদন করলেও অনেকের নাম অন্তর্ভুক্ত হয়নি।

২০২৫-২৬ইং অর্থবছরে ভিডবিউবি কার্যক্রমের অন্তর্ভুক্ত কার্ড চুড়ান্ত তালিকায় বিত্তবান, পাকা বাড়িঙয়ালার নামসহ বিভিন্ন  অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ উঠলে গত সোমবার সমকালে ”ভিডব্লিউবি কার্ডের চুরান্ত তালিকায় বিত্ববানরাদের নাম থাকা নিয়ে রাঙামাটিয়া, পুটিজানা ও ভবানীপুর ইউনিয়ন থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করেন।

 

 

‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9