মুহূর্তেই ওলটপালট: সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী, জীবনমৃত্যুর লড়াইয়ে স্বামী

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ AM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ AM
মোটরসাইকেল দুর্ঘটনা

মোটরসাইকেল দুর্ঘটনা © সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। তার স্বামী গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এক মুহূর্তেই বোঝা যায়—জীবন কতটা ভঙ্গুর, আর মৃত্যু কতটা নিকটবর্তী। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম শ্রাবণী ভাদুরী (২১), তিনি ফরিদপুরের মধুখালি উপজেলার জাননগর গ্রামের সঞ্জয় মণ্ডলের (২৫) স্ত্রী।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, সঞ্জয় মণ্ডল ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে ঢাকা থেকে মধুখালির উদ্দেশে যাচ্ছিলেন। পথে গোয়ালন্দ পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন দুজনই।

আরও পড়ুন: ভিনদেশে ভয়াল সন্ধ্যা: কোরিয়ায় সড়কে রক্তাক্ত তিন বাংলাদেশি শিক্ষার্থী

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান শ্রাবণী ভাদুরী। গুরুতর অবস্থায় সঞ্জয় মণ্ডলকে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শরীফ ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই শ্রাবণীর মৃত্যু হয়। তার স্বামীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর পাঠানো হয়েছে।’

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘দুর্ঘটনায় আহত সঞ্জয়ের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত গৃহবধূর মরদেহ সুরতহাল শেষে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ২ কর্মকর্তা গ্রেফতার
  • ১২ জানুয়ারি ২০২৬
রোহিঙ্গাদের জন্য ২.৯ মিলিয়ন ডলার অনুদান দি‌য়ে‌ছে সুইডেন
  • ১২ জানুয়ারি ২০২৬
‘যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তারা যেন মা-বউয়ের কাছে মাফ …
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে …
  • ১২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষায় কোন ইউনিটে কত প্রার্থী
  • ১২ জানুয়ারি ২০২৬
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের আটকের বিষয়ে যা জানা গেল
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9