নোয়াখালী সরকারি কলেজে ৮ দফা দাবি ও শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

ক্লাস বর্জন করে মানববন্ধন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডিগ্রি (পাস) শাখার সাধারণ শিক্ষার্থীরা
ক্লাস বর্জন করে মানববন্ধন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডিগ্রি (পাস) শাখার সাধারণ শিক্ষার্থীরা  © টিডিসি

নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন কর্তৃক ডিগ্রি পাস শাখা শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদে এবং ৮ দফা দাবি বাস্তবায়নে ঘণ্টাব্যাপী প্রশাসনিক শাখার মূল ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ক্লাস বর্জন করে এ মানববন্ধন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডিগ্রি (পাস) শাখার সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে বক্তব্য দেন শিক্ষার্থীরা। তারা ৮ দফা দাবি বাস্তবায়নে ঘণ্টাব্যাপী প্রশাসনিক শাখার মূল ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ ৩ ঘণ্টা প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়।

শিক্ষার্থীদের দাবিসমূহ হলো ডিগ্রি পাস শাখা ছাত্র-ছাত্রীদের জন্য নির্দিষ্ট কক্ষ থাকতে হবে; ডিগ্রি পাস রাখার কোর্স কো-অর্ডিনেটর অন্য কোনো বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারবে না; ক্লাস রুটিন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস সম্পন্ন করতে হবে এবং যথাসময়ে পরীক্ষাগুলো গ্রহণের সিদ্ধান্ত নিতে হবে; শিক্ষার্থীদের নিকট নিয়মবহির্ভূত অতিরিক্ত ফি নেওয়া যাবে না। এ ছাড়াও ফরম পূরণ বাবত যে টাকা শিক্ষার্থীদের নিকট থেকে নেওয়া হয় তার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে; ডিগ্রি পাস রাখার ইনকোর্স পরীক্ষায় একদিনে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করতে হবে। 

তারা অভিযোগ করে বলেন, ‘এসব বিষয়গুলো নিয়ে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে তিনি দাবিগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিকারমূলক কথা না বলে উল্টো আমাদের ওপর ক্ষিপ্ত হন। এ সময় আমরা কেনো ডিগ্রিতে ভর্তি হলাম এবং আমাদের শিক্ষাগত যোগত্যা নিয়ে কটূক্তি করে শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করেন।’

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত হন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন ও উপাধ্যক্ষ এবিএম সানা উল্যাহসহ আরো অনেকে। এ সময় তারা শিক্ষার্থীদের আট দফা দাবির সঙ্গে একমত পোষণ করে ১ মাসের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করবেন বলে আশ্বস্ত করেন।


সর্বশেষ সংবাদ