ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৯ দালাল আটক

আটক ব্যক্তিরা
আটক ব্যক্তিরা  © টিডিসি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৯ সদস্যকে আটক করেছে র‌্যাব ও জেলা প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিকুল ইসলাম ও রাশিদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিকুল ইসলাম জানান, দালালরা বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নেওয়ার জন্য রোগীদের নানা প্রলোভন দেখাত এবং প্রতারণার শিকার করত। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আটক ব্যক্তিরা হলেন মো. আরিফুল ইসলাম রানা (৩২), মো. জসিম উদ্দিন (৪০), মো. রতন মিয়া (৪৮), আনিস হোসেন রকি (৩৫), টুটুল আহেমদ শরিফ (৩৯), রকিবুল ইসলাম (৪৮), রুবেল (৫৫), বিদ্যুৎ(২৬), গিয়াস উদ্দিন (৫৩), শরিফ (২৬), মিজান (২৪), নুরুজ্জামান (৪০), পারভীন খাতুন (৬৫), বকুল (৬০), আসমা (৪৫), আনোয়ারা (৪৫), হসনা (৪৫), সালেহীন (৩৭), জসিম (৩৭)।

অভিযানে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামানসহ র‌্যাব-পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ