কক্সবাজারে নোহা–কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত এক, আহত ৪

২৮ আগস্ট ২০২৫, ১১:১৬ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১১:২২ PM
মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনসুর আলম নিহত

মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনসুর আলম নিহত © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নোহা মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনসুর আলম (৪২) নামে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার উত্তর হারবাংয়ের কলাতলী এলাকায় ১২ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের মতে, চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ও কক্সবাজারগামী কালো রঙের নোহা মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নোহা মাইক্রোবাসটি ঝিরিতে এবং কাভার্ডভ্যানটি পাশের বিলে পড়ে যায়।

নিহত মনসুর আলম বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা এবং যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আহতদের মধ্যে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকার মো. আরিফ (৪০) পরিচয় পাওয়া গেছে। তবে অপর তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন: ফাহামিদুলের দলে ফেরা নিয়ে ধোঁয়াশা, ইতালিতে কেন আটকে আছেন?

আহত চালক আরিফ জানান, ‘জাঙ্গালিয়া পার হয়ে সিটি গেইট অতিক্রম করার সময় দ্রুতগতির কাভার্ডভ্যানটি উল্টো দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝিরিতে পড়ে যায় এবং কাভার্ডভ্যানটি পাশের বিলে উল্টে পড়ে। পরে কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়।’

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

চিরিঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের পরিচয় সংগ্রহ করছে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প
  • ১৭ জানুয়ারি ২০২৬
গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9