পাথর লুটে নেতাদের নাম জড়ানোর প্রতিবাদে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ

সিলেট মহানগর জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল
সিলেট মহানগর জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল  © টিডিসি

সাদাপাথর লুটের ঘটনায় সিলেট জামায়াত নেতাদের নাম জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে এ বিক্ষোভ করা হয়।

নগরীর কোর্ট পয়েন্টে মিছিল-পূর্ব সমাবেশে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় জামায়াত নেতারা বক্তব্য দেন। 

এ সময় সিলেট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান বলেন, জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই সিলেটের দুই জামায়াত নেতাকে পরিকল্পিতভাবে সাদাপাথর লুটকাণ্ডে জড়ানো হয়েছে। এই ধরনের কর্মকাণ্ডে আমাদের দুই ভাই দুরে থাক জামায়াতের কোন পর্যায়ের কর্মী-সমর্থকেরও ন্যূনতম কোনো সম্পর্ক নেই। পাথর লুটপাটের জন্য আসল দায়ী প্রশাসন। আর যারা দায়ী তাদের চিহ্নিত করা প্রশাসনের কাজ। কিন্তু কতিপয় হলুদ মিডিয়া দুদকের কথিত একটি রিপোর্টের সূত্র ধরে জামায়াত নেতাদের চরিত্রহরণে মেতে উঠেছে। দুদককে অবশ্যই এর প্রমাণ দিতে হবে। অন্যথায় তাদেরও সিলেটবাসীর কাছে জবাবদিহি করতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শাহীন আহমেদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ