খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

২৫ আগস্ট ২০২৫, ০২:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ

ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ © টিডিসি ফটো

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ইজিবাইক চালক মোজাহিদুল মোড়ল (খরসন্ডা, ডুমুরিয়া) ও যাত্রী রীনা খাতুন (উত্তর কালিকাপুর, ডুমুরিয়া)। অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাত যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনা নগরীর গল্লামারীর দিকে যাচ্ছিল। জিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে সংঘর্ষের পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত আবু রায়হান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬