উদ্বোধনের পরদিনই মাওলানা ভাসানী সেতুর ক্যাবল চুরি, অন্ধকারে যান চলাচল 

২২ আগস্ট ২০২৫, ০১:১৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
মাওলানা ভাসানী সেতুর ক্যাবল চুরি

মাওলানা ভাসানী সেতুর ক্যাবল চুরি © টিডিসি

গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রতীক ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল। ফলে সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যাচ্ছে ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু। এতে যানবাহন ও পথচারীদের চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সেতুর ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বাতি না জ্বলায় ক্যাবল চুরির বিষয়টি ধরা পড়ে।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী শুক্রবার সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, উদ্বোধনের পরদিনই দুর্বৃত্তরা সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক ক্যাবল চুরি করেছে। এতে সেতুর আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার রাত থেকেই সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়। স্থানীয় যাত্রী ও পথচারীরা এই অন্ধকার অবস্থার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ফেসবুকে তার কাটা ল্যাম্পপোস্টের ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করে।

পথচারী, যানচালক ও স্থানীয় বাসিন্দারা জানান, আলো না থাকায় সন্ধ্যার পর থেকে সেতুতে চলাচল করা খুবই কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনার ভয়ে তারা নিরাপত্তাহীনতা বোধ করছেন। তাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে সেতুর ল্যাম্পপোস্টে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে আলো ফিরিয়ে আনা হোক। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের চুরি বা নাশকতা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, "বিষয়টি আমরা রাতেই জানতে পারি। আমরা দুষ্কৃতকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেব।" তিনি আরও জানান, দ্রুত নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হবে এবং সেতুতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, কর্তৃপক্ষের কাছ থেকে চুরির অভিযোগ পেলে তা গুরুত্বের সাথে তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, সেতুর শৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যেই সেখানে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। খুব শিগগিরই একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং স্থায়ী ক্যাম্পের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদনও জমা দেওয়া হয়েছে, যা এক মাসের মধ্যেই অনুমোদনের আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মওলানা ভাসানী সেতু উদ্বোধন করেন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের পর থেকেই প্রতিদিন হাজার হাজার মানুষ সেতুটি দেখতে ভিড় করছেন। দর্শনার্থীদের প্রত্যাশা, সেতুটি যেন নিরাপদ ও আলোকোজ্জ্বল পরিবেশে উপভোগ করা যায়।

জামায়াতসহ ১১ দলের জরুরি বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন
  • ১৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন আরও সাত প্রার্থী
  • ১৫ জানুয়ারি ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন শেষ ২০ জান…
  • ১৫ জানুয়ারি ২০২৬
সংবাদ সম্মেলনে ডাক ক্রিকেটারদের
  • ১৫ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত হচ্ছেন কারিগরির ৬৪০ শিক্ষক
  • ১৫ জানুয়ারি ২০২৬
এবার পাবনায় তিনটি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9