ফের মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল ৩ তরুণের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৮:৫৮ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৩:৪৭ PM
মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে এদিন সকালে শ্রীনগরে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন।
নিহতরা সবাই তরুণ। তাদের বয়স ২২ থেকে ২৩ বছরের মধ্যে। তারা হলেন— আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। এছাড়া আহত যুবকের নাম ইমন (২০)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের পূর্ব পাশের সার্ভিস লেন দিয়ে নম্বরবিহীন একটি লাল রঙের মোটরসাইকেলে করে ওই চারজন আরোহী শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন। পথে নিমতলা গ্রীন মডার্ন সিটি-সংলগ্ন এলাকায় অপর দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন একজন। তাঁকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
আরও পড়ুন : সাত সকালে মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরল ৩ প্রাণ
স্থানীয়রা জানান, প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বাকিদের দ্রুত স্থানীয় নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’
তিনি আরও বলেন, এতে প্রায় বেশ কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করলে কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়
বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিক জানান, নিহতরা সবাই টাইলস মিস্ত্রির কাজ করতেন। কাজ শেষ করে চারজন একই মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।