বিএনপির ২ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৭:৩৪ AM
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বিএনপির দুই নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টার দিকে চরফ্যাশন একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন দক্ষিণ আইচা থানা বিএনপি ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাস্টার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ‘চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন নামের এক ভারাটে সন্ত্রাসী গত ১৭ আগস্ট দুপুরে দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড মোড়ে প্রকাশ্যে দিবালোকে দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মো. রেজাউল করিম খন্দকারকে ও আমাকে ধারালো বগি দা দিয়ে অতর্কিত ভাবে কোপাতে থাকে। একপর্যায়ে মারাত্মক জখম ও রক্তক্ষরণ অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আমাদের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেন।’
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘এ ঘটনার পরের দিন (১৮ আগস্ট) অভিযুক্ত আবুল হোসেনসহ ৯ জনের নামীয় ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে দক্ষিণ আইচা থানায় একটি মামলা করা হয়েছে। কিন্তু ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করছে না। আসামিরা প্রকাশ্যে চলাফেরা করছে। এবং ২০ আগস্ট বুধবার সন্ধ্যায় দক্ষিণ আইচা বাজারে একটি নাটকীয় ও বিতর্কিত প্রতিবাদ সভার আয়োজন করে মামলার আসামিসহ তাদের লোকজন। সভায় বলেছেন রেজাউল করিম খন্দকার দক্ষিণ আইচা মৌজার চরে জেগে ওঠা জমি জোরপূর্বক জবর দখল করে রেখেছেন। প্রকৃত পক্ষে ভূমিহীনদের বৈধ কাগজপত্র থাকায় ভূমিহীনরা তাদের জমিতে ভোগ দখলে রয়েছে। প্রভাষক রেজাউল করিম খন্দকারকে রাজনৈতিক মোকাবিলা করতে না পেরে তাকে হত্যা চেষ্টা করা হয়। তাতেও তারা সফল না হওয়ায় তার চরিত্র হননের চেষ্টা করছে আসামিসহ তাদের লোকজন। আমি অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বশার হেলালি, চরমানিকা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মুন্সি, শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন মুন্সী, সাধারণ সম্পাদক সেকান্তর পাটোয়ারী, ওয়ার্ড বিএনপি নেতা মোস্তফা শেখ, যুবদল নেতা সিরাজ ফরাজী প্রমুখ।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, ‘বিএনপির দুই নেতাকে হামলাকারী আবুল হোসেনকে চিহ্নিত করেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করলে ঘটনার সঙ্গে কারা জড়িত, জানা যাবে।’