তিন কর্মকর্তার অপসারণ দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন চলমান
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৭:৩৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২০ PM
পটুয়াখালীর দশমিনা উপজেলায় তিন সরকারি কর্মকর্তার অপসারণ দাবিতে টানা সপ্তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। ইউএনও ইরতিজা হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন চন্দ্র হাওলাদার এবং মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুল হাসানের অপসারণ দাবিতে ‘ছাত্র-জনতা’ ব্যানারে ১৩ আগস্ট থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, গত মঙ্গলবার বিকেলে দশমিনা অফিসার্স ক্লাবের পাইপলাইন সংস্কারের সময় এক শিক্ষক দম্পতি বাঁধা দিলে ইউএনও ইরতিজা হাসান তাদের কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
আন্দোলনের চাপে ইউএনও ইরতিজা হাসান গোপনে দশমিনা ছেড়ে গেছেন বলে জানা গেছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন তাকে পুনরায় দশমিনায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
আরও পড়ুন: জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি পৌনে ৬ হাজার শিক্ষার্থী
ঘটনার বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ইউএনও ইরতিজা হাসান ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ‘ছাত্র-জনতা’ জানিয়েছে, তিন কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।