চুনারুঘাটে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আটক দুজন
আটক দুজন  © টিডিসি

‎‎হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫৬ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চানপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানটি পরিচালনা করেন মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুটি বস্তায় রাখা ৫৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জালালাবাদ গ্রামের সুনীল চন্দ্র দেবের ছেলে সুসেন দেব (৩৬) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত হাজী খলিল উল্লাহর ছেলে আবু বক্কর (৩৫)।

‎সেনাবাহিনীর সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের বিষয়টি স্বীকার করেছেন। অভিযানকালে উদ্ধার হওয়া মাদক ও আটক ব্যক্তিদের চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযান অত্যন্ত সফল। আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান।


সর্বশেষ সংবাদ