শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে রাতে ইউএনওর অভিযান
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৩:১৬ PM
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে রাতের বেলা ছদ্মবেশে মাঠে নেমেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন। সোমবার (১৮ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত তিনি চৌদ্দগ্রাম বাজার ও আশপাশের এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, অনেক শিক্ষার্থী পড়ার টেবিলে না বসে সন্ধ্যার পর বাইরে বিভিন্ন স্থানে আড্ডায় সময় কাটাচ্ছে, এমনকি ধূমপানও করছে। এসময় কিছু অছাত্রকেও তাদের সঙ্গে আড্ডায় অংশ নিতে দেখা যায়, যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ছাত্রদলের প্যানেলে প্রার্থী নির্বাচনে চলছে চুলচেরা বিশ্লেষণ
ইউএনও শিক্ষার্থীদের প্রথমবারের মতো সতর্ক করে বাসায় গিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, রাত ৮টার পর কেউ যাতে অকারণে বাইরে আড্ডা না দেয়, সেজন্য কঠোর নজরদারি অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীর পাশাপাশি দোকানিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনার সন্তান সন্ধ্যার পর পড়ার টেবিলে বসেছে কিনা তা খোঁজ নিন। সন্তান কার সঙ্গে মেলামেশা করছে সে বিষয়েও বেশি সংবেদনশীল হতে হবে।’
ইউএনও জামাল হোসেন আরও জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।