জাহাজের মাস্টার-কর্মীদের চেতনানাশক খাইয়ে অচেতন, লুটচেষ্টায় গ্রেপ্তার ৮

লুটচেষ্টায় গ্রেপ্তারকৃতরা
লুটচেষ্টায় গ্রেপ্তারকৃতরা  © টিডিসি

চাঁদপুরে পরিবাহি জাহাজে চেতনানাশক মিশিয়ে মাস্টার ও কর্মীদের অচেতন করে কোটি টাকার মালামাল লুটের চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ একটি চক্র। শনিবার (১৬ আগস্ট) রাতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর নৌ পুলিশের সাব ইন্সপেক্টর বিল্লাল আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, তবে মালিকপক্ষের সতর্কতা ও পুলিশের তাৎক্ষণিক অভিযানে লুটচেষ্টা ব্যর্থ হয় এবং জাহাজে থাকা প্রায় ১৩ কোটি ২০ লাখ টাকার চিনি-সিমেন্ট অক্ষত থাকে। এ ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, বাদী সু কুমার দেবনাথ (৩৪), হাজীগঞ্জ উপজেলার কলমদী বাজার এলাকার বাসিন্দা। তিনি মঞ্জুর লিমিটেড পরিবহন কোম্পানির চার্টারকৃত একটি জাহাজে চট্টগ্রাম বন্দর থেকে কুমিল্লার দেবীদ্বার মোবারকপুর সুগার মিলে ৫০০ মেট্রিক টন চিনি ও সিমেন্ট পরিবহন করছিলেন। এর বাজারমূল্য প্রায় ১৩ কোটি ২০ লাখ টাকা।

ঘটনাটি ঘটে (গত ৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে। অজ্ঞাতনামা ৪-৫ জন ব্যক্তি জাহাজে থাকা মাস্টার ও শ্রমিকদেরকে ছোলা-মুড়ির সাথে চেতনানাশক মিশিয়ে খাওয়ায়। এতে মাস্টার আইয়ুব মুন্সি (৩৯), সহকারী জিয়ার মো. ইমরান শেখ, মনির (২৭), আক্তার হোসেন (৫০), ইব্রাহিম (২৫), হেলাল সিকদার (৫৬), ইউসুফ মিয়া (১৭), মোকাম (৪৫), দৌলত হোসেন (৪৭), জোবায়ের হোসেন (১৮) সহ অন্তত ১০ জন অচেতন হয়ে পড়েন।

অচেতন অবস্থাতেও সহকারী জিয়ার মো. ইমরান কৌশলে মালিকপক্ষকে খবর দেন। পরে মালিকপক্ষ দ্রুত হরিণঘাটা নৌ পুলিশ ফাঁড়িকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচেতনদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায়, লুটচেষ্টার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর শ্রীনগরী কাগাতেকলির বেলতুয়া গ্রামের করিম মিয়ার ছেলে মোঃ তারিকুজ্জামান (৪০), একই এলাকার শাহজাহান রহমান মিয়া ছেলে খায়রুল ইসলাম (২৭), আলাউদ্দিনের ছেলে সেলিম রেজা (৩১), মালগাও গ্রামের আব্দুল খালেকের ছেলে আনিসুজ্জামান (৩০), আবুল হোসেনের ছেলে নূরুজ্জামান, নলগাজী বাজার গ্রামের ফকির হোসেনের ছেলেমাসুদ হাজরাদার, বাংলা সড়ক এলাকার আব্দুল হান্নানের ছেলে সবুর হোসেনসহ (২৭) আরেকজন সহযোগীর পরিচয় নিশ্চিত করছে পুলিশ।

তদন্তে আরও বেরিয়ে এসেছে, এই চক্র পূর্বেও প্রতারণা ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল। গত ৮ আগস্ট সকাল ১১টার দিকে তারা মোল্লার সুপার মার্কেট এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি সংঘটিত করে এবং লুটকৃত মালামাল বিভিন্ন দোকানে বিক্রির চেষ্টা চালায়।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এটি একটি পরিকল্পিত চক্র। তারা চেতনানাশক খাইয়ে জাহাজের মালামাল লুটের চেষ্টা করে। তবে আমাদের দ্রুত পদক্ষেপে কোটি টাকার পণ্য রক্ষা করা সম্ভব হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ ঘটনায় বাদী সু কুমার দেবনাথ চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ