টানা বৃষ্টিতে চট্টগ্রামে দেবে গেছে সড়ক, যানচলাচল ব্যাহত

চট্টগ্রামে টানা বর্ষণে দেবে গেছে সড়ক
চট্টগ্রামে টানা বর্ষণে দেবে গেছে সড়ক  © টিডিসি

চট্টগ্রামে টানা বর্ষণে দেবে গেছে সড়ক, দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে যানচলাচল। বুধবার রাত থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। নগরীর ২ নম্বর গেট-অক্সিজেন সড়কের স্টারশিপ কারখানা এলাকার একটি অংশ বৃহস্পতিবার সকালে হঠাৎ দেবে যায়। এতে মুহূর্তেই বন্ধ হয়ে পড়ে যান চলাচল। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এদিকে টানা বৃষ্টির কারণে নগরীর নীচু এলাকাগুলোতে পানি জমে গেছে। বাসা-বাড়ি, দোকানপাটে ঢুকে পড়েছে পানি।জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রাহাত্তারপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ এবং চকবাজার এলাকার বাসিন্দারা।

পিবিও আমবাগান আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ২৪ মিলিমিটার। সপ্তাহের শেষ কর্মদিবসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শহরজুড়ে পরিবহণ সংকটও দেখা দিয়েছে। সাধারণ মানুষকে পায়ে হেঁটে কিংবা অতিরিক্ত ভাড়া গুনে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

রাহাত্তারপুল এলাকার বাসিন্দা মামুনুল হক বলেন, ‘রাত থেকেই টানা বৃষ্টি। রাস্তায় হাঁটাও দায় হয়ে গেছে। পানির মধ্যে জুতা হাতে নিয়ে অফিসে যেতে হচ্ছে। রিকশা, গাড়ি কিছুই পাওয়া যাচ্ছে না। আর পেলেও ভাড়া আকাশচুম্বী।’ স্থানীয়রা বলছেন, প্রতি বর্ষাতেই এ অবস্থা। বছরের পর বছর এই দুর্ভোগ দেখে আসলেও স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়ে না।


সর্বশেষ সংবাদ