কুকুরের সঙ্গে ধাক্কা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ারএস্ট্রার ফ্লাইট
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৭:৪৬ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০২:০০ PM
কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে একটি কুকুরের সঙ্গে ধাক্কা খাওয়ার পর অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট। এতে উড্ডয়নে বিলম্ব হলেও শেষ পর্যন্ত নিরাপদে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতিকালে এয়ারএস্ট্রার ফ্লাইট ২এ-৪৫০ রানওয়ে-১৭ এর দিকে ট্যাক্সিওয়েতে এগিয়ে যাওয়ার সময় বিমানের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের সঙ্গে একটি কুকুরের ধাক্কা লাগে।
দ্যা ডেইলি ক্যাম্পাসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরে কর্মরত এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একজন কর্মকর্তা। তিনি বলেন, ‘ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে ফ্লাইটটি অক্ষত ছিল এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।’
ঘটনার পরপরই ফ্লাইটটি উড্ডয়ন স্থগিত করে সিভিল টার্মাকে ফিরে আসে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিট ও পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত রানওয়ে পরিষ্কার করে মৃত কুকুরটি সরিয়ে নেয়।
পরে পাইলট ও গ্রাউন্ড ক্রুরা প্রয়োজনীয় ‘থ্রো-চেক’ সম্পন্ন করে নিশ্চিত হন যে বিমানে কোনো কারিগরি ত্রুটি নেই। সবকিছু ঠিক থাকায় রাত ৮টা ৮ মিনিটে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। এতে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।