কুয়াকাটা সৈকতে ভেসে এলো বোটলনোজ প্রজাতির মৃত ডলফিন
- কলাপাড়া প্রতিনিধি
- প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৭:৫৮ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম পাশে আবারও ভেসে এলো একটি বিরল বোটলনোজ প্রজাতির মৃত ডলফিন। বৃহস্পতিবার (৩১ জুলাই) শেষ বিকেলে সৈকতের কম্পিউটার সেন্টার এলাকায় ডলফিনটি প্রথমে দেখতে পান ‘ডলফিন রক্ষা কমিটি’র সদস্য আবুল হোসেন রাজু। ডলফিনটি প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের। এর শরীরের বেশিরভাগ অংশের চামড়া উঠে গেছে এবং কিছু অংশ পচে গিয়ে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, সমুদ্রে মৃত্যুর ৫ থেকে ৭ দিন পর এটি তীরে ভেসে এসেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদিক। তিনি বলেন, ‘এই ধরনের প্রাণীর মৃত্যু আমাদের জন্য অশনি সংকেত। জেলেদের আরও সতর্ক হতে হবে।’ একই সঙ্গে তিনি বন বিভাগকে ডলফিনটি দ্রুত মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন।
ওয়ার্ল্ডফিশ-এর ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন, ‘আমরা মৃত ডলফিনগুলোর মৃত্যু-কারণ অনুসন্ধানে কাজ করছি। অধিকাংশ ক্ষেত্রেই বিষক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করছি, ট্রলিং জেলেদের অসাবধানতা এবং সমুদ্রের প্লাস্টিক দূষণ এসব মৃত্যুর কারণ।’
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘আমরা উপকূলজুড়ে ডলফিন রক্ষায় কাজ করছি। যদিও আগের তুলনায় মৃত্যুর হার কিছুটা কমেছে, কিন্তু এখনও নিয়মিত এমন ঘটনা ঘটছে। সরকার ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।’
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ডলফিনটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা নেয়, যাতে দুর্গন্ধ না ছড়ায়। পরিবেশবাদীদের মতে, কুয়াকাটা উপকূলে প্রায়ই মৃত ডলফিন ভেসে আসার ঘটনা সামুদ্রিক পরিবেশের জন্য গুরুতর হুমকির ইঙ্গিত দিচ্ছে।