বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৫ জেলেসহ ফিশিং ট্রলার নিখোঁজ
- কলাপাড়া প্রতিনিধি
- প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৭:১৩ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৮:৫০ PM
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন থেকে মাছ শিকারে গিয়ে বঙ্গোপসাগরে একটি ট্রলার ১৫ জন জেলেসহ নিখোঁজ হয়েছে। গত বুধবার (২৩ জুলাই) সকালে লালুয়ার বানাতি বাজার এলাকা থেকে ট্রলারটি সমুদ্রে রওনা দেয়। পাঁচ দিন পার হলেও এখন পর্যন্ত ট্রলার বা জেলেদের কোনো খোঁজ মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন মোট ছয়টি ট্রলার একসঙ্গে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। তবে অন্য পাঁচটি ট্রলার নিরাপদে ফিরে এলেও একটি ট্রলার এখনো ফিরে আসেনি। নিখোঁজ ট্রলারটির দৈর্ঘ্য আনুমানিক ৪৫ ফুট এবং এতে আর্ণি (জাল টানার যন্ত্র) সংযুক্ত ছিল। ট্রলারটির রঙ ছিল নীল।
নিখোঁজ ১৫ জেলে হলেন—আব্দুর রশিদ, রাজিব, রাহাত, নজরুল, হাসান, সাগর, হারুন, রফিক, সাগর-২, ইদ্রিস, হাসান-২, গিয়াস, হারুন-২, কালাম, ইব্রাহিম।
স্থানীয়দের ধারণা, ট্রলারটি হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে সিগন্যাল হারিয়ে ফেলেছে বা দিকভ্রান্ত হয়ে ভারতের জলসীমায় প্রবেশ করেছে। নিখোঁজ জেলেদের পরিবারের সদস্য ও স্বজনরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা দ্রুত তাদের স্বজনদের সন্ধান ও উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও উপকূলীয় বাহিনী জানিয়েছে, ঘটনাটি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং অনুসন্ধান চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রলার বা নিখোঁজ জেলেদের কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। যোগাযোগ : ০১৫৭৭-২০৪০৬১।