বঙ্গোপসাগরে চলতি মাসেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড়  © সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ থেকে ৩০ মের মধ্যে এটি ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী এলাকায় স্থলভাগে আঘাত হানতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এই তথ্য জানিয়েছেন।

সোমবার (১৯ মে) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তার দেওয়া দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য তুলে ধরা হলো,

বঙ্গোপসাগরে একটি ঘুর্নিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছিলাম ১১ মে (প্রথম পূর্বাভাস) ও ১৪ মে (২য় পূর্বাভাস)। ২য় পূর্বাভাসে উল্লেখ করেছিলাম যে সম্ভব্য ঘুর্নিঝড়টি মে মাসের ২৬ তারিখ থেকে ২৯ তারিখের মধ্যে সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভব্য ঘুর্নিঝড়র নাম হবে শক্তি (শ্রীলংকার দেওয়া নাম)। ঘুর্নিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোন স্থানের উপর দিয়ে স্থল-ভাগে আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে ২৭ থেকে ২৯ মে এর মধ্যে। আশা করা যাচ্ছে এটি কিছুটা দুর্বল প্রকৃতির ঘুর্নিঝড় হবে।’

আজ ১৯ মে (বাংলাদেশ সময় ভোর ৫ টা) ৩য় পূর্বাভাসের মাধ্যমে পূর্বের দুইটি পূর্বাভাসের ধারাবাহিকতা নিশ্চিত করছি। অর্থাৎ, বঙ্গোপসাগরে একটি ঘুর্নিঝড় সৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে মে মাসের ২৭ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে। সম্ভব্য ঘুর্নিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোন স্থানের উপর দিয়ে স্থল-ভাগে আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে।

এখানে উল্লেখ করতে চাই যে একই সপ্তাহে আরব সাগরে একটি ঘুর্নিঝড় সৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। সম্ভাবনা রয়েছে যে আরব সাগরের ঘুর্নিঝড়টি প্রথমে ও বঙ্গোপসাগরের ঘুর্নিঝড়টি পরে সৃষ্টি হবে। বিশ্ব আবহাওয়া সংস্থার অন্বচলিক অফিস কর্তৃক প্রস্তুত কৃত ঘুর্নিঝড়ের নামের লিস্টের পরবর্তী দুইটি নামে ক্রম হলও শক্তি (Shakhti) ও মন্থা (Mon-Tha)। ফলে, আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্যে যে সাগরে ২০২৫ সালের ঘুর্নিঝড় মৌসুমের প্রথম ঘুর্নিঝড়টি সৃষ্টি হবে তার নাম হবে শক্তি (Shakhti) ও ২য় ঘুর্নিঝড়টির নাম হবে মন্থা (Mon-Tha)। শক্তি (Shakhti) নামটি শ্রীলংকার দেওয়া এবং মন্থা (Mon-Tha) নামটি থাইল্যান্ডের দেওয়া।

ফলে, আজ থেকে আমার তথ্য সূত্র ব্যবহার করে বাংলাদেশের কোন গণমাধ্যমে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভব্য ঘুর্নিঝড়টি নিয়ে কোন সংবাদ প্রকাশ করলে সম্ভব্য ঘুর্নিঝড়টির নাম শক্তি (Shakhti) না দেওয়ার অনুরোধ জানাচ্ছি কারণ যদি বঙ্গোপসাগরের ঘুর্নিঝড়টি আরব সাগরের ঘুর্নিঝড়টির পরে সৃষ্টি হয় সেই ক্ষেত্রে বঙ্গোপসাগরের ঘুর্নিঝড়টির নাম হবে মন্থা (Mon-Tha)।  যদি আরব সাগরের ঘুর্নিঝড়টি সৃষ্টি না হয় তবে বঙ্গোপসাগরের ঘুর্নিঝড়টির নাম হবে শক্তি (Shakhti)।  

বঙ্গোপসাগরে যে ঘুর্নিঝড়টি সৃষ্টির আশংকা করা যাচ্ছে সেই ঘুর্নিঝড়টি কোন স্থানের উপকূলে আঘাত করবে ও শক্তি কেমন হবে তার নির্ভর করতেছে আরব সাগরে যে ঘুর্নিঝড়টি সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে তার উপরে। বঙ্গোপসাগরে যে ঘুর্নিঝড়টি সৃষ্টির আশংকা করা যাচ্ছে সেই ঘুর্নিঝড়টির ১ থেকে ২ দিন পূর্বেই যদি আরব সাগরের ঘুর্নিঝড়টি শেষ হয়ে যায় তবে বঙ্গোপসাগরের ঘুর্নিঝড়টি কিছুটা বেশি শক্তিশালি হওয়ার আশংকা রয়েছে। আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরের ঘুর্নিঝড়টি ২৯   শে মে থেকে ৩০ শে মে এর মধ্যে উপকূলে আঘাত করার সম্ভাবনা বেশি।

বিশেষ দ্রষ্টব্য: এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ঘুর্নিঝড়টি ঠিক কোন সহানের উপর দিয়ে উপকূল অতিক্রম করবে। একই ভাবে এখনই বলা যাচ্ছে যে যে সম্ভব্য ঘুর্নিঝড়টির শক্তি কেমন হবে। আশা করা যাচ্ছে ২১/২২ শে মে এর মধ্যে ঘুর্নিঝড়টি সম্বন্ধে আরও বিস্তারিত পূর্বাভাস দেওয়া সম্ভব হবে।     


সর্বশেষ সংবাদ