ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপির মৌন মিছিল

মৌন মিছিলটি নগরীর নতুনবাজার মোড় হয়ে গাঙ্গিনারপাড় প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়ূা চত্বরে গিয়ে শেষ হয়
মৌন মিছিলটি নগরীর নতুনবাজার মোড় হয়ে গাঙ্গিনারপাড় প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়ূা চত্বরে গিয়ে শেষ হয়  © টিডিসি

ময়মনসিংহের সাগর, মাহিন, রাজু হত্যার বিচারের দাবি ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা  হাতে কালো পতাকা, প্ল্যাকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে  জমায়েত হয় নগরীর টাউন হল মাঠে। পরে একটি বিশাল মৌন মিছিল নগরীর নতুনবাজার মোড় হয়ে গাঙ্গিনারপাড় প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়ূা চত্বরে গিয়ে শেষ হয়।

মৌন মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ময়মনসিংহের সাগর, মাহিন, রাজু হত্যাকারীদের  বিচার কারাসহ দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটছে। এ সুযোগে বিএনপিকে নিয়ে চলছে নানান অপপ্রচার ও চক্রান্ত। সামনে আগামী নির্বাচনকে বিলম্বিত করতেই এ ধরনের অপতপ্রচারে ব্যস্ত কুচক্রীমহল। 

আইনশৃঙ্খলা উন্নতি এবং দ্রুত নির্বাচনের অংশ নিয়ে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার এলেই দেশে শৃঙ্খলা ফিরবে বলে বিএনপির তৃণমূলৈ নেতাকর্মী মতামত দেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence