নোয়াখালীতে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল

মৌন মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে
মৌন মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে  © টিডিসি

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-আন্দোলনের শহীদদের স্মরণে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। 

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নোয়াখালী প্রেসক্লাব হতে মৌন মিছিলটি শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী জেলা জামে মসজিদ গেটে এসে শেষ হয়। 

এ সময় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে মৌন মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন সেলিম, কামরুজ্জামান হাফিজ, শহীদুল ইসলাম কিরণ, আমিনুল ইসলাম শাহীন, এডভোকেট রবিউল হাসান পলাশ (অতিরিক্ত দায়িত্ব দপ্তর)প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন নোয়াখালী শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আলাউদ্দিন আলা, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence