দিনাজপুরে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল
- দিনাজপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৯:৩৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
দিনাজপুরের বীরগঞ্জে কলেজ মোড় এলাকায় মাদকের আস্তানা নির্মূল করার লক্ষ্যে রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার সর্বস্তরের মাদক নির্মূল কমিটির আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ- ঠাকুরগাঁও মহাসড়কে ও সকল গুরুত্বপূর্ণ স্থানে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বীরগঞ্জ পৌর শহরের কলেজ মোড় এলাকায় ব্যাপকহারে মাদকের ব্যবসা রমরমাভাবে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। একাধিকবার অনেকে গ্রেফতার হলেও থামানো যাচ্ছে না মাদক বিক্রি।
এসময় সমাবেশে বক্তারা মাদক নিমূর্লে জনগণকে সচেতন হতে ও নিমূর্লে প্রশাসনের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।