সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০১:১৭ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৫:৩১ PM
সাম্প্রতিক সময়ের দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নিপীড়ন, সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংস ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ ছাত্র ও স্থানীয় যুবসমাজ।
আজ শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্র জনতা’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় তরুণরা সক্রিয়ভাবে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক পরিচয়ের প্রতিনিধি নই, সাধারণ নাগরিক হিসেবেই এই অব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। বিচারহীনতার সংস্কৃতি দেশের প্রতিটি মানুষকে আজ উদ্বিগ্ন করে তুলেছে।’
তারা দেশজুড়ে ঘটতে থাকা ধর্ষণ, সহিংসতা ও হত্যাকাণ্ডের দ্রুত ও কঠোর বিচার দাবি করেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
বক্তব্যে বক্তারা আরও বলেন, ‘যদি এই অন্যায়ের প্রতিবাদ না করি, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অন্ধকার সমাজ রেখে যাব।’ এই কর্মসূচিতে ছাত্র-জনতার ঐক্য ও প্রতিক্রিয়াশীল মনোভাব ছিল চোখে পড়ার মতো।