ফেনীতে সাপের কামড়ে প্রাণ গেল এক নারীর

ফেনী জেনারেল হাসপাতাল
ফেনী জেনারেল হাসপাতাল  © টিডিসি ফটো

ফেনীর পরশুরামে বন্যার পানির সঙ্গে আসা সাপের কামড়ে রোকেয়া আক্তার (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাত ৯টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত রোকেয়া পরশুরাম পৌরসভার মধ্যম সলিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি প্রবেশ করেছিল পৌরসভার মধ্যম সলিয়ায় বিভিন্ন ঘরবাড়িতেও। শুক্রবার বিকেলে রান্নাঘরে কাজ করা অবস্থায় বিষধর সাপ তাকে কামড়ে দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোকেয়ার মৃত্যু হয়েছে। 

গাজী বাপ্পি নামে নিহতের এক স্বজন বলেন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। তার এমন আকস্মিক মৃত্যু কেউ মানতে পারছে না। 

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া বলেন, সাপের কামড়ে আহত নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে হাসপাতাল থেকে অ্যান্টিভেনম দিতে চাইলে তার আত্মীয়স্বজন সেটি দিতে অস্বীকৃতি জানায়। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে শুনেছি। এমন মৃত্যু দুঃখজনক।


সর্বশেষ সংবাদ