ময়মনসিংহে ৩০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

চারা বিতরণী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম
চারা বিতরণী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম  © টিডিসি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ থেকে গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন। 

বিতরণ করা চারাগুলো মধ্যে রয়েছে কাঁঠাল, নিম, বেল ও জাম। একজন শিক্ষার্থীকে ৪টি করে চারা দেওয়া হয়। এ ছাড়া ৩০টি প্রতিষ্ঠানে তালগাছের চারা, ৭০ জন কৃষকের মধ্যে লেবুর চারা, ২৬০ জনের মধ্যে নারিকেলগাছের চারা বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!