যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ১০:৩২ PM

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলা হারবাং গয়ালমারা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুইজন নিহত হয়েছেন। আহত আরও ১০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যরাতে উপজেলার হারবাং গয়ালমারা এ লাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
জানা গেছে, হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি গয়ালমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক চিরিংগা হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টারও বেশি উদ্ধার তৎপরতা চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুইটি বর্তমানে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’