বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:৪৮ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৮:৫২ PM

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে মো. আসিম বিন সাইফ (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কর্ণফুলীর ফাজিল খাঁর হাট আবুল হোসেন মার্কেট এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বড় উঠান ইউনিয়ন পরিষদের ইউপি সংরক্ষিত নারী সদস্য জোবাইদা আক্তার মিতু।
জানা গেছে, মৃত স্কুলছাত্র সাইফ বড়উঠান ৩ নম্বর ওয়ার্ড দৌলতপুর ইউছুফ মাহমুদের নতুন বাড়ির প্রবাসী মো. সাইফুদ্দিনের বড় ছেলে। সে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী মৃত আসিমের ছোট ভাই আইয়ান বিন সাইফ বলেন, আমার ভাইয়া ও চাচাতো ভাইরা মিলে মোট চারজন ছাদে খেলতে ছিলাম। খেলার সময় হঠাৎ বিকট একটি শব্দ হয়। বিকট শব্দের পরে দেখা যায় ছাদে শুকাতে দেওয়া ওড়না এবং কাপড় শুকানোর টাঙানো রশি ভাইয়ার গলায় আটকে যায়। এবং ভাইয়ের পিঠে টিন ও টিনের উপরে কাটা গাছের ঠিল ছিল। পরে আমাদের চিৎকারে আম্মুরা ছুটে আসে।
আসিমের চাচা গিয়াস উদ্দিন বলেন, ভাতিজারা ছাদে খেলতে ছিল ওই সময় বাড়ির এক প্রতিবেশী গাছ কাটার সময় রশি ছিঁড়ে কাটা গাছ আমাদের ছাদের টিনে পড়ে। টিনের নিচে ভাতিজা আসিম ছিল। টিন,রশি ও কাপড় শুকানোর রশিতে ভাতিজার গলা আটকে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রিয়াদুল ইসলাম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবার ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।