নেত্রকোনায় সরকারি স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৪:০০ PM
নেত্রকোনার আটপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণের গাছ কেটে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। শনিবার (২৮ জুন) বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার শাহানা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হুমায়ুন কবির উপজেলার বানিয়াজান ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল বাহার খান বলেন, ‘শনিবার স্কুল বন্ধ থাকায় বিষয়টি আমার জানা ছিল না। পরে সন্ধ্যায় স্থানীয়রা আমাকে জানালে আমি তা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করি।’
অভিযুক্ত হুমায়ুন কবির বলেন, ‘গাছটির ডালের কারণে স্কুলে সমস্যা হচ্ছিল। তাই ডাল ছাঁটাই করতে গিয়ে গাছটি কেটে ফেলি। পরে বাড়ি নিয়ে এসেছি। আমার অন্যায় হয়েছে।’
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী বলেন, ‘বিষয়টি আপনার কাছে শুনলাম। খোঁজ নিয়ে দেখছি। যদি কেউ অন্যায় করে থাকে, তার দায় দল নেবে না।’
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। সরকারি গাছ কাটা অপরাধ। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।