সেনাবাহিনী ও ইউপিডিএফের মধ্যে গুলাগুলি, অস্ত্রসহ আটক ৩

আটক অস্ত্র
আটক অস্ত্র  © টিডিসি ফটো

রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জুন) ভোরে কচুছড়ি মইনপাড়া স্কুলের পাশে করইছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মন্টু রঞ্জন চাকমা জানান, ভোরে কচুছড়ি মইনপাড়া এলাকায় ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে গুলাগুলির খবর পাওয়া যায়। তবে কেউ আহত বা নিহত আছে কিনা সে খবর পাওয়া যায়নি। 

একই খবর জানিয়েছেন কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন। 

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম সোহাগ জানিয়েছেন, এখনো সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো হচ্ছে। তবে বিস্তারিত আর কিছুই জানা যায়নি। 

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ভোরে করইছড়ি নামক এলাকায় এইপিডিএফ প্রসীত এবং রাঙ্গামাটি সদর জোনের নেতৃত্বে চলমান টহল টিমের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সদর জোনের একজন সৈনিক গুলিবিদ্ধ হন। পরে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন: বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী আপেল গ্রেপ্তার

এ সময় ইউপিডিএফের তিন সদস্যকে আটক করে সেনাবাহিনী। তাদের কাছ থেকে এসএমজি, গুলি, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানা যায়। এদিকে দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনী ইউপিডিএফ সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালাচ্ছে বলে জানা যায়।


সর্বশেষ সংবাদ