দুর্ঘটনা কবলিত গাড়ি © সংগৃহীত
ময়মনসিংহের তারাকান্দায় বাস, পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। রবিবার (২২ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার বাগুন্দা নামক স্থানে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান।
ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. লুৎফর রহমান বলেন, যাত্রীবাহী ড্রিমল্যান্ড পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাগুন্দা এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এসময় আরেকটি অটোরিকশা, কাভার্ডভ্যান ও হ্যান্ডট্রলির সঙ্গেও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, হাসপাতালে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসক ও নার্সরা চিকিৎসাসেবা দিচ্ছেন।
এ বিষয়ে তারাকান্দা থানার ওসি তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।