মালবাহী ট্রাক পার হওয়ার সময় ভেঙে পড়ে বেইলি ব্রিজ © সংগৃহীত
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় গত শুক্রবার (২০ জুন) ভোর রাতে চন্ডিপুর মালবাড়ী এলাকায় ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। কয়লাবোঝাই একটি ট্রাক এর ওপর দিয়ে যাওয়ার সময় খালে পড়ে এ বিপর্যয় সৃষ্টি হয়েছে। ফলে কলারন, সন্যাসী, মোরেলগঞ্জ, মোংলা, শরণখোলাসহ একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছে। তবে বেশি আতঙ্কে আছে ছয়টি গ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, ভাঙা বেইলি ব্রিজের কিছু মালামাল সরানোর চেষ্টা চালাচ্ছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কিন্তু নিচে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার এখনো সম্ভব হয়নি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। ব্রিজটি সংস্কারের অভাবে এখন বিপদের মুখে পড়েছেন তারা।
এলাকার বাসিন্দা মো. সিরাজুল ইসলাম বলেন, ইটের ভাটা কর্তৃপক্ষের দায়িত্বহীনতার ফলেই এ দুর্ঘটনা ঘটেছে। ব্রিজের অপর পাশে চন্ডিপুর ইউনিয়নের ছয়টি গ্রামের মানুষের প্রয়োজনীয় সব কাজ করতে এ পারে আসতে হয়। ব্রিজ ভেঙে যাওয়ায় হাজার হাজার মানুষ এখন ভোগান্তির মধ্যে রয়েছে। পাশাপাশি ওপারে অনেক শিক্ষার্থী আছে যাদের আগামী ২৬ জুন এইচএসসি পরীক্ষা। তারা সব থেকে বেশি দুশ্চিন্তায় আছে।
পরীক্ষার্থী নুসরাত জাহান উদ্বেগ প্রকাশ করে বলেন, ব্রিজটি মেরামত না হলে আমাদের পরীক্ষা দিতে যেতে অনেক সময় নষ্ট হবে।
পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু বলেন, আমরা এরই মধ্যে ভাঙা ব্রিজের যন্ত্রাংশ সরানোর কাজ শুরু করেছি। যদিও ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। আশা করছি এক সপ্তাহের মধ্যে ব্রিজটি মেরামত করতে পারব।