দুর্ঘটনা কবলিত গাড়ি © সংগৃহীত
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় এক দিনে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের পরিচয় মিলেছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৬টার দিকে তারাকান্দার রামচন্দ্রপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্স এবং রাত সাড়ে ৮টার দিকে ফুলপুরের ইন্দারাপার মোড়ে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে এ পৃথক দুর্ঘটনা ঘটে।
তারাকান্দায় নিহতরা হলেন- জেলার ধোবাউড়া উপজেলার বরাটিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী জবেদা খাতুন (৮৫), ফুলপুর উপজেলার মদীপুর সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (১৫) ও ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের শুইলাম বুধবারিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলম (৩৫)। তাদের মধ্যে মোহাম্মদ আলম সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
ফুলপুরে নিহতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবাদ্ধা উপজেলার নিজগুড্ডিমারি গ্রামের আব্দুল মালেকের ছেলে কাজিম উদ্দিন (২৮), হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রুবেল (৩০), ফুলপুর কাজিয়াকান্দা গ্রামের জসীম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩৮), হালুয়াঘাট উপজেলার বালিজুড়ি গ্রামের হাছিনা খাতুন (৫০), ফুলপুর নিশুয়াকান্দা গ্রামের জহের আলী (৭০), হালুয়াঘাট উপজেলার কয়ারহাটি গ্রামের শামসুদ্দিন (৬৫), একই উপজেলার কালিয়ানিকান্দা গ্রামের নয়ন মিয়া (৪০), নেত্রকোনা জেলার পূর্বধলা ইসবপুর গ্রামের লাল মিয়া (৩৬)।
পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক দুটি ঘটনারই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। দুর্ঘটনার শিকার সিএনজিচালিত অটোরিকশা, বাস এবং মাহিন্দ্রার দুমড়ে-মুচড়ে যাওয়া অবস্থা দেখে বেপরোয়া গতির বিষয়টি স্পষ্ট। তারপরও ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।