হাসপাতালের চাদর-বালিশ নিয়ে টানাটানি, বাধা দেওয়ায় ৪ স্টাফকে মারধর
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ২১ জুন ২০২৫, ১১:১২ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:৪৬ AM
সরকারি চাদর ও বালিশ সঙ্গে নিতে বাধা দেওয়ায় রোগীর স্বজনরা বরগুনা জেনারেল হাসপাতালের চার কর্মীকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০ জুন) রাত ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
আহত চার স্টাফ হলেন ইমার্জেন্সি বিভাগের অ্যাটেনডেন্ট ফারদিন মৃধা (২৬), অ্যাটেনডেন্ট সুজন (২৪), স্ট্রেচার বেয়ারা মাইনুদ্দিন (২৫) ও নিরাপত্তাকর্মী রায়হান মৃধা (২১)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় আবু বকর নামের এক রোগী হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশালে রেফার করা হলে রোগীর সঙ্গে থাকা স্বজনরা হাসপাতালের ঘুমানোর কক্ষ থেকে চাদর ও বালিশ নিয়ে যান। হাসপাতাল স্টাফরা তাদের মালামাল ফেরত চাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। পরে হাসপাতালের অন্যান্য কর্মীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত চারজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
আটক ব্যক্তিরা হলেন বাদল মুন্সি (২৮), বেল্লাল (২৪), মহিবুল মৃধা (১৯), ও শাওন (২২)।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, হাসপাতালের মালামাল নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় মারধরের ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।