বেতন তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৩ বন্ধুর

 নিহত আরাফাত, রিয়াজ ও আনিসুর
নিহত আরাফাত, রিয়াজ ও আনিসুর  © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের মিরসরাইয়ে বেতন তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিন যুবক নিহত হয়েছে, তারা একে অপরের বন্ধু। প্রত্যেকে স্থানীয় একটি শিল্প কারখানায় চালকের সহকারী ও গার্ড হিসেবে নিয়োজিত ছিলেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিদারুল আলমের ছেলে আরাফাত হোসেন (১৮), আবু তাহেরের ছেলে আনিসুর রহমান (১৮), জিয়াউর রহমানের ছেলে রিয়াজ উদ্দিন (১৮)। তারা সবাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের বাসিন্দা।

তাদের বন্ধু রায়হান জানান, রেললাইন দিয়ে কর্মস্থলে বকেয়া বেতনের জন্য যাওয়ার সময় উল্টোদিক থেকে ট্রেন আসার কারনে নিহতরা ট্রেনটি খেয়াল করেনি, কয়েকবার তাদের ডেকেছি, তারা শুনেনি, ১/২ সেকেন্ড ব্যবধানে বাহিরে লাফ দেয়ার কারনে বেঁচে গেছি আমি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক এরশাদ উল্ল্যাহ বলেন, স্থানীয় কয়েকজন ৩ যুবককে হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেছি। 

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে তিন জন মারা যাওয়ার খবর শুনে দ্রত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। 


সর্বশেষ সংবাদ