চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ৪

০৬ জুন ২০২৫, ১২:২৭ AM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
ট্রেন দুর্ঘটনায় নিহত ৪

ট্রেন দুর্ঘটনায় নিহত ৪ © টিডিসি

চট্টগ্রামের কালুরঘাট রেলসেতুতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১১টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।

এসময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ব্রিজের ওপর দিয়ে যানবাহনগুলো পার হচ্ছিল। সেতু থেকে নামার আগেই ট্রেনটি দ্রুতগতিতে প্রবেশ করে। এতে সিএনজি ছিটকে পড়ে এবং প্রাইভেট কার ও মোটরসাইকেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি, তবে তারা বোয়ালখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

সিএনজিতে থাকা এক প্রত্যক্ষদর্শী আহত অবস্থায় জানান, “আমরা ব্রিজ পার হচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে হর্ণ না দিয়ে ট্রেন এসে ধাক্কা দেয়। কিছু বুঝে উঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, কালুরঘাট সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটি রেল ও সড়ক উভয় যানবাহনের জন্য ব্যবহৃত হয়। ট্রেনের আগমনের সময় যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো কার্যকর সিগন্যাল বা গেট ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

দুর্ঘটনার পরপরই ট্রেন চালক পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬