ছেলেকে গ্রেপ্তার, হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৫:২১ PM
ঝালকাঠির নলছিটি উপজেলায় ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে বাবা মো. হাবিব সরদার (৫৮) হার্ট অ্যাটাকে মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মারামারির একটি মামলায় হাবিব সরদারের ছেলে সুমন সরদারকে (৩৫) গ্রেপ্তার করতে গভীর রাতে তার বাড়িতে অভিযান চালায় নলছিটি থানা পুলিশের একটি দল। পুলিশ সুমনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার বাবা হাবিব সরদার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাবিব সরদারের হার্ট অ্যাটাকে মৃত্যুর বিষয়টি চিকিৎসক নিশ্চিত করেন।
আরও পড়ুন: জনপ্রশাসন-সংক্রান্ত ১৮ সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত
আজ শুক্রবার (২০ জুন) সকালে সুমন সরদারকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হলে আদালত জামিন মঞ্জুর করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আদালতের জিআরও এনামুল হাসান।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, মামলার আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার কিছুক্ষণ পর তার বোন খবর দেন, তার বাবা স্ট্রোক করেছেন। পরে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।