সুন্দরবনে হরিণ শিকারের ৬০০ ফাঁদ জব্দ

জব্দ করা হরিণ শিকারের জন্য পেতে রাখা ফাঁদ ও কাঁকড়া শিকারে ব্যবহৃত চারু
জব্দ করা হরিণ শিকারের জন্য পেতে রাখা ফাঁদ ও কাঁকড়া শিকারে ব্যবহৃত চারু  © টিডিসি

সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের জন্য পেতে রাখা ৬০০টি ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। এ সময়ে কাঁকড়া শিকারে ব্যবহৃত ১৬টি নিষিদ্ধ চারু জব্দ করা হয়েছে। 

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় দুবলা জেলেপল্লি টহল ফাঁড়ি-সংলগ্ন কোকিলমণি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকা থেকে এসব ফাঁদ ও চারু উদ্ধার করা হয়

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, বনরক্ষীরা নৌকা ও হেঁটে টহলের সময় এসব ফাঁদ শনাক্ত করে তা ধ্বংস করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে গত জুন ঢাংমারী ও ১০ জুন সুপতি এলাকায় আরও প্রায় ৫৮৫টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।
বন বিভাগ জানিয়েছে, বন রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ