কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ 

১৬ জুন ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:০৪ PM
বিপুল পরিমাণ মাদক জব্দ 

বিপুল পরিমাণ মাদক জব্দ  © টিডিসি ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে৷সোমবার (১৬ জুন) বিকেলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সুত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ফুলবাড়ী উপজেলার বালারহাট ‍ক্যাম্পের বিজিবি সদস্যরা কুরুষাফেরুষা, শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবি সদস্যরা নন্দিরকুটি ও অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা নাগরাজ এলাকাসহ বিজিবির ৩টি বিশেষ টহলদল পৃথক পৃথক এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানের সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা। 

পরে বিজিবি'র সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা গাঁজা, ফেন্সিডিল, ইস্কাপের পোটলা ফেলে পালিয়ে যায়। পরে ১টি ইজিবাইকসহ বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় জব্দকৃক মাদকদ্রব্যের মধ্যে গাঁজা ১২৬.৭ কেজি, ফেনসিডিলের বিকল্প ইস্কাপ সিরাপ -৩৩৯ বোতল ও  ফেনসিডিল-১০৯ বোতল গুলো ক্যাম্পে নিয়ে আসা হয়। এ সব মাদকদ্রব্যের বাজার মূল্য-৭ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা বলে জানান বিজিবি। 

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিজিবি। 

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‌‌‘দেশের তরুণ যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।’

বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!