কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ 

১৬ জুন ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:০৪ PM
বিপুল পরিমাণ মাদক জব্দ 

বিপুল পরিমাণ মাদক জব্দ  © টিডিসি ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে৷সোমবার (১৬ জুন) বিকেলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সুত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ফুলবাড়ী উপজেলার বালারহাট ‍ক্যাম্পের বিজিবি সদস্যরা কুরুষাফেরুষা, শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবি সদস্যরা নন্দিরকুটি ও অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা নাগরাজ এলাকাসহ বিজিবির ৩টি বিশেষ টহলদল পৃথক পৃথক এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানের সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা। 

পরে বিজিবি'র সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা গাঁজা, ফেন্সিডিল, ইস্কাপের পোটলা ফেলে পালিয়ে যায়। পরে ১টি ইজিবাইকসহ বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় জব্দকৃক মাদকদ্রব্যের মধ্যে গাঁজা ১২৬.৭ কেজি, ফেনসিডিলের বিকল্প ইস্কাপ সিরাপ -৩৩৯ বোতল ও  ফেনসিডিল-১০৯ বোতল গুলো ক্যাম্পে নিয়ে আসা হয়। এ সব মাদকদ্রব্যের বাজার মূল্য-৭ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা বলে জানান বিজিবি। 

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিজিবি। 

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‌‌‘দেশের তরুণ যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।’

তারেক রহমানের বরিশাল সফরের তারিখ পেছাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলন ছড়িয়ে পড়বে: আজিজি
  • ২৪ জানুয়ারি ২০২৬
মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
  • ২৪ জানুয়ারি ২০২৬
শ্রীপুরে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ…
  • ২৪ জানুয়ারি ২০২৬