নামাজ শেষ করে রাস্তায় উঠতেই মসজিদের ইমামের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে এক সহকারী ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ে। সোমবার (৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহত ইমাম মো. মাহমুদুল হাসান (৩২) উপজেলার সদর ইউনিয়নের নাজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি গোপালগঞ্জের মধ্যমিয়া জামে মসজিদের সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মৃত জিয়াউদ্দিন ফরাজীর ছেলে আরিফ ফরাজী (৩৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, এশার নামাজ শেষে মসজিদ থেকে রাস্তায় উঠতেই পূর্বপরিকল্পিতভাবে শত্রুতার জেরে আরিফ ফরাজী পেছন থেকে লোহার রড দিয়ে মাহমুদুল হাসানের মাথায় আঘাত করেন। উপস্থিত লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম  জানিয়েছেন, ‘তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন।’

অভিযুক্ত আরিফ ফরাজীর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


সর্বশেষ সংবাদ