নির্ভর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১০ জুন ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৫:০৫ PM
নির্ভর ফাউন্ডেশন

নির্ভর ফাউন্ডেশন © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে “গড়বো সমাজ, গড়বো দেশ – মানবতার বাংলাদেশ” এই স্লোগানে প্রতিষ্ঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভর ফাউন্ডেশন-এর ঈদ পুনর্মিলনী ২০২৫  অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টায় চরফ্যাশন হোটেল মারুফ ইন্টারন্যাশনালে আয়োজিত এ অনুষ্ঠানে নির্ভর ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদ হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্ভর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া বলেন, “মানবতার কল্যাণে কাজ করতে হলে দরকার একটি উদার মন ও দৃঢ় প্রতিজ্ঞা। নির্ভর ফাউন্ডেশন যে দায়িত্বশীলতার সাথে সমাজের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, সংগঠনটি ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে মানবসেবায় অগ্রণী ভূমিকা রাখবে। তরুণদের এমন উদ্যোগই বদলে দিতে পারে আমাদের সমাজকে।”

অনুষ্ঠানে আল-আমিন মুন্সির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্ভর ফাউন্ডেশনের উপদেষ্টা ও নিউ সৌদিয়া ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান তসলিম পণ্ডিত ও নির্ভর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজিব হাসান রিয়াদ।

এসময় সংগঠনে প্রতিষ্ঠাতা রাজিব হাসান রিয়াদ বলেন, “নির্ভর ফাউন্ডেশন একটি স্বপ্ন, যা শুরু হয়েছিল কয়েকজন তরুণের উদ্যোগে। আজ তা একটি পরিবারে রূপ নিয়েছে, যারা সমাজ পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের লক্ষ্য শুধু ঈদের আনন্দ ভাগাভাগি নয়, বরং প্রতিদিনই মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই নির্ভর হোক অসহায়দের ভরসার নাম।”

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা রাজিব হাসান রিয়াদ, সাধারণ সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক লিখন আহমেদ তুহিন, ও দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন।

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬