জুলাই শহীদ সারোয়ারের কবর জিয়ারত করল ছাত্রশিবির, পরিবারের পাশে থাকার আশ্বাস

১০ জুন ২০২৫, ০৩:৫৫ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৮:৩৪ PM
ইনসেটে শহীদ সারোয়ার

ইনসেটে শহীদ সারোয়ার © টিডিসি

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মোঃ সারোয়ার হোসেন শাওনের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ। কবর জিয়ারতের পর তারা শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

মঙ্গলবার (১০ জুন) সকালে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পানবাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ শহীদ সারোয়ার হোসেনের কবর জিয়ারত করেন। এরপর শহীদের পিতা জাকির হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে তারা সান্ত্বনা প্রদান করেন এবং ধৈর্য ধরার আহ্বান জানান।

ছাত্রশিবির নেতারা বলেন, “শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। শহীদ সারোয়ারের ত্যাগ ইতিহাসে অম্লান হয়ে থাকবে। আমরা সবসময় এই পরিবারের পাশে থাকবো।”

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সেক্রেটারী রাজিব হোসাইন, মেহেন্দীগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি রিয়াজ উদ্দিন এবং স্থানীয় থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা।

উল্লেখ্য, মোঃ সারোয়ার হোসেন শাওন জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানী ঢাকার রামপুরার একটি স্থানীয় রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। গণ-অভ্যুত্থান চলাকালে তিনি পুলিশের গুলিতে শহীদ হন। শহীদ সারোয়ারের নাম জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ তালিকায় ৭৪৩ নম্বরে অন্তর্ভুক্ত রয়েছে।

মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!