ঈদের রাতে বিএনপি নেতাকে বোমা মেরে হত্যা: ২ আসামি গ্রেপ্তার
- বেনাপোল প্রতিনিধি
- প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ১২:১৫ AM
যশোরের শার্শা উপজেলার ডুবপাড়া গ্রামে ঈদের রাতে ভয়াবহ বোমা হামলায় বিএনপির স্থানীয় নেতা আব্দুল হাইকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন হোসেন ওরফে বাতু (৩০)। আহসান কবির যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা এলাকার আতিয়ার রহমানের ছেলে, আর রিপন হোসেন বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে ঈদ উদযাপনের এক পর্যায়ে ডুবপাড়ায় সংঘটিত এক বিস্ফোরণে গুরুতর আহত হন ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল হাই। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যাতে এই দুইজনের নাম উল্লেখ করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে রোববার রাতে একাধিক স্থানে অভিযান চালিয়ে আহসান কবিরকে যশোর শহরের কোতোয়ালি এলাকা থেকে ও রিপন হোসেনকে বেনাপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, “এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে এবং আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। নিহত আব্দুল হাই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকায় একজন সৎ ও পরিচিত রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন।