বোমা হামলায় নিহত সেই বিএনপি নেতার জানাজা সম্পন্ন

০৮ জুন ২০২৫, ০৮:৪৪ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
বিএনপি নেতা আব্দুল হাইয়ের (৫০) জানাজা

বিএনপি নেতা আব্দুল হাইয়ের (৫০) জানাজা © টিডিসি

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে বোমা হামলায় নিহত বিএনপি নেতা আব্দুল হাইয়ের (৫০) জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (৮ জুন) বিকেল ৫টায় নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল আহসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হাসান জহির, থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিমুদ্দিন ও সংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তাফিজ জোহা সেলিম, থানা কৃষক দলের সভাপতি মো. আমিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, স্থানীয় জনপ্রতিনিধি মো. মুজিত মেম্বার, মো. শহিদুল ইসলাম শহীদ, শহীদ মিন্টু এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 

প্রসঙ্গত, শুক্রবার (৭ জুন) রাত ৯টার দিকে ডুপপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে গুরুতর আহত হন আব্দুল হাই। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি করছেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। 

মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!